ভারতীয় অর্থায়নে মৌলভীবাজারে নির্মিত হচ্ছে সার্বজনীন মন্দির

ভারত সরকারের অর্থায়নে মৌলভীবাজারের কমলগঞ্জে তিলকপুরে নির্মিত হচ্ছে সার্বজনীন পূজা মন্দির।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2017, 03:57 PM
Updated : 11 June 2017, 03:57 PM

রোববার সার্বজনীন পূজা মন্দির ও মণ্ডপের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও বাংলাদেশে ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

এ সময় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ মো. আব্দুস শহীদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে তিলকপুরবাসী প্রধান বিচারপতি ও ভারতীয় হাই কমিশনারসহ অন্য অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা দিয়ে স্বাগত জানায়। 

তিলকপুর সার্বজনীন পূজা মন্দিরে জন্য দুই কোটি ৫৩ লাখ টাকা ও তিলকপুর ললিতমোহন-ধনবতী মহাশ্মশানঘাটের জন্য ৮৭ লাখ টাকা অর্থায়নে করছে ভারত সরকার।