গেন্ডারিয়া থেকে চুরি হওয়া কেমিক্যাল আশুলিয়ায় উদ্ধার

ঢাকার গেন্ডারিয়া থেকে চুরি হওয়া ২২০ ড্রাম ডায়িং কেমিক্যাল আশুলিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2017, 03:35 PM
Updated : 11 June 2017, 03:35 PM

রোববার সন্ধ্যায় আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকা থেকে এ কেমিক্যাল উদ্ধারের সময় তিনজনকে আটক করা হয়েছে বলে জানান গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম।

আটকদের মধ্যে একজন চাঁপাইনবাবগঞ্জের কানছাই গ্রামের সামছুল হকের ছেলে শহিদুল ইসলাম (৩৩)। তিনি গেন্ডারিয়ার ইসলাম ট্রেডার্সের কর্মচারী।

অন্য দুজনের পরিচয় জানাতে পারেনটি পুলিশ।

পুলিশ কর্মকর্তা মাহবুব বলেন, শুক্রবার গেন্ডারিয়ার ইসলাম ট্রেডার্স কর্মচারী শহিদুলের কাছে গুদামের চাবি রেখে বাসায় চলে যান মালিক। তখন শহিদুল তার সহযোগীদের নিয়ে গুদাম থেকে ২২০ ড্রাম ডায়িং কেমিক্যাল অন্যত্র সরিয়ে ফেলে।

“দোকানের মালিক বিষয়টি বুঝতে পেরে থানায় অভিযোগ করলে শহিদুলকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে চুরি কথা স্বীকার করেন তিনি।”

পরে শহিদুলকে নিয়ে আশুলিয়ার গাজীরচট এলাকার একটি নির্মাণাধীন মার্কেটে অভিযান চালিয়ে কেমিক্যাল ভর্তি ২২০টি ড্রাম (১১টন) উদ্ধার এবং তার দুই সহযোগেীকে আটক করা হয় বলে জানান তিনি।

চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।