হত্যা মামলার আসামিকে নিয়ে ইফতার পার্টিতে এমপি রিমন

হত্যা মামলার আসামিকে সঙ্গে নিয়ে ইফতার পার্টিতে যোগ দিলেন বরগুনা- ২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন।

মনির হোসেন কামাল বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2017, 02:28 PM
Updated : 11 June 2017, 02:28 PM

বরগুনার বামনার আসমাতুন্নেসা পাইলট বালিকা বিদ্যালয় মিলনায়তনে শনিবার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার পার্টির প্রধান অতিথি ছিলেন এ সংসদ সদস্য।

বামনা-পাথরঘাটা ও বেতাগী নিয়ে বরগুনা- ২ সংসদীয় আসন। শওকত হাচানুর রহমান রিমন বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

সরেজমিনে দেখা যায়, ওই ইফতার পার্টিতে অন্য অতিথিদের সঙ্গে এমপি রিমনের পাশে বসে ছিলেন ২০১৪ সালে এক যুবকে কুপিয়ে হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হেমায়েত মোল্লা।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও বামনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে এ ইফতার পার্টিতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসাইন জমাদ্দার, বরগুনা জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ফৌজিয়া খানম, বামনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার উপস্থিত ছিলেন। 

হেমায়েত মোল্লার পাশে এমপি শওকত হাচানুর রহমান রিমন।

বামনা থানার ওসি মো. শাহাব উদ্দিন জানান, হেমায়েত বামনার শফিপুর গ্রামের মৃত কালাই মোল্লার ছেলে। ২০১৪ সালের ৮ অক্টোবর বামনায় স্পিডবোট চালক আব্দুস জব্বার খানকে কুপিয়ে হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি তিনি।

এক বছর আগে পুলিশ ওই মামলায় অভিযোগপত্র দেওয়ার পর থেকে হেমায়েত পলাতক রয়েছেন বলে জানান তিনি।

বামনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে নিজ গাড়িতে করে হেমায়েতকে ইফতার পার্টিতে নিয়ে আসেন এমপি রিমন। মঞ্চে হেদায়তকে পাশে নিয়ে ইফতারও করেন তিনি।”

শুক্রবারও হেমায়েত মোল্লা সঙ্গে নিয়ে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের ইফতার পার্টিতেও এমপি রিমন যোগ দিয়েছিলেন বলে দাবি করেছেন উপজেলা চেয়ারম্যান লিটু। 

এ বিষয়ে কথা বলতে শওকত হাচানুর রহমান রিমনের মোবাইলে বেশ কয়েকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।