শুক্রবার থেকে অন্ধকারে নওগাঁ

বজ্রপাতে সাবস্টেশন বিকল হয়ে যাওয়ায় শুক্রবার বিকালে থেকে বিদ্যুৎ নেই নওগাঁয়।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2017, 02:08 PM
Updated : 10 June 2017, 02:12 PM

শনিবার সন্ধ্যাও জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি বলে বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রশিদ জানিয়েছেন।

বজ্রপাতের কারণে শুক্রবার সন্ধ্যা থেকে ‘কন্ট্রোল ট্রান্সফরমার’ বিকল হয়ে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলে শুক্রবার রাত ১২টার দিকে জানিয়েছিলেন জেলা প্রশাসক মো. আমিনুর রহমান।

প্রকৌশলী রশিদ বলেন, “শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে বজ্রপাতের কারণে সাবস্টেশন বিকল হয়ে যাওয়ার পর থেকে নওগাঁ, বগুড়া ও রাজশাহী বিদ্যুৎ বিভাগের চারটি টিম মেরামত কাজ শুরু করেছে।

“এখনও অন্ধকারে আছি। কখন জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না।”

বিকল্প উপাযে দ্রুত বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলছে বলে জানান তিনি।

শহরের খাস নওগাঁর গৃহবধু রোজিনা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহও বন্ধ হয়ে গেছে। বাইরে থেকে বোতলজাত পানি কিনে রান্নাসহ  অন্যান্য কাজ করতে হচ্ছে।

স্থানীয় কাপড় ব্যবসায়ী আসাদুজ্জামান বলেন, “সামনে ঈদ, পুরো জেলায় বিদ্যুৎ নেই। এখন বেচা-বিক্রিও বন্ধ। জেনারেটর দিয়ে ক্রেতার আশায় বসে আছি।”