ভেড়ামারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জমি হস্তান্তর

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্প কর্তৃপক্ষের কাছে সরকারি জমির দলিল হস্তান্তর করেছে জেলা প্রশাসন।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2017, 12:24 PM
Updated : 10 June 2017, 12:26 PM

শনিবার প্রকল্পের নির্বাহী চেয়ারম্যন পবন চৌধুরীর হাতে ৩১২ একর খাস জমির দলিল তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মোস্তফা কামাল।

এ উপলক্ষে ভেড়ামারা সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মধ্যদিয়ে দেশ-বিদেশের বিনিয়োগে শিল্প-কারখানা গড়ে উঠবে এবং এই অঞ্চলে একটি গতিশীল অর্থনৈতিক প্রবাহের পাশাপাশি বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি হবে।

অনুষ্ঠানে দলিল হস্তান্তরের সাক্ষী ভেড়ামারা পৌর মেয়র সামিমুল ইসলাম ছানা ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ছাড়াও পল্লী বিদ্যুৎ সমিতির জিএম হারুনুর রশীদ, ওজোপাডিকো কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।