জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতায় প্রচার কর্মসূচি

জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার কার্যক্রম শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ।  

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2017, 03:05 PM
Updated : 9 June 2017, 03:05 PM

‘ইসলামের শিক্ষা নাও, জঙ্গিবাদ রুখে দাও’ শ্লোগানের আওতায় পবিত্র কোরআন ও হাদিসের আয়াত সম্বলিত বিলবোর্ড স্থাপন করেন তিনি।

শুক্রবার নীলফামারীর জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিনি এসব বিলবোর্ড স্থাপন করেন।

একই কর্মসূচির আওতায় তিনি জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এক হাজারেরও বেশি গরীব ও অসহায় মহিলাকে শাড়ি দেন।

এ সময় তুরিন আফরোজ জলঢাকা ও কিশোরগঞ্জবাসীকে জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

জলঢাকা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনসার আলী মিন্টু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল ওয়াহেদ বাহাদুরসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তার সঙ্গে ছিলেন।