রংপুরে সেপটিক ট্যাংকে ২ শ্রমিকের মৃত্যু

রংপুর নগরীতে নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকে নেমে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2017, 12:00 PM
Updated : 10 June 2017, 01:06 PM

রাধাবল্লভ এলাকায় ঠিকাদার গোলাম আহমেদ মুকিতের বাড়িতে শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন রংপুরের দামোদরপুরের বড় ময়দান গ্রামের কাফি মিয়ার ছেলে হাসানুর (২৭) ও কান্দুরা চন্দ্রের ছেলে গৌরাঙ্গ চন্দ্র (২৭)।

গোলাম মুকিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের বাড়িতে নতুন একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হচ্ছে। কয়েকদিন আগে ট্যাংকের উপরে ঢালাই করা হয়।

“দুপুরে হাসানুল ও গৌরাঙ্গ ট্যাংকের ভেতরে নেমে ঢালাইয়ের সাটারিংয়ের কাঠ খুলছিলেন। এক পর্যায়ে ভেতর তাদের গোঙানির শব্দ শুনতে পাই।”

এরপর তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান বলে জানান মুকিত।

“এটা একটা দুর্ঘটনা। মৃতরা গরীব মানুষ, তাদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করব,” বলেন মুকিত।

কোতোয়ালি থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম বলেন, হাসপাতালে নেওয়ার পথে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুইজনের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। শনিবার ময়নাতদন্ত করে লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে বলে জানান ওসি জাহিদুল।