সাভারে পুলিশের গুলিতে যুবক নিহত

ঢাকার সাভারে ‘হামলার শিকার’ পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে; এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2017, 07:13 AM
Updated : 9 June 2017, 09:40 AM

সাভার মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, সাভারের বিরুলিয়া ভবানীপুরে বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন (৩২) সাভার উপজেলার শ্যামপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে।

ওসি কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একাধিক মামলার আসামি সন্ত্রাসী আল আমিনকে ধরতে তার ভবানীপুরের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

“এ সময় আল-আমিন ও তার সহযোগী ইসমাইল পুলিশের উপর হামলা করে। পুলিশ গুলি করলে ইসমাইল আহত হন। তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।”

এ সময় চার পুলিশ সদস্য আহত হয়েছে জানিয়ে ওসি কামরুজ্জামান বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আল আমিনের শ্বশুর বিরুলিয়া ইউনিয়ন পরিষদ সদস্য অজল হকসহ চারজনকে আটক করা হয়েছে।

ইসমাইলের নামে কোনো মামলা আছে কিনা সে বিষয়ে তিনি বলেন, পুলিশ সেটা তদন্ত করছে।

নিহত ইসমাইলের বড় ভাই আলাল হোসেন বলছেন, “ইসমাইল সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িন নয়। রাতে পুলিশ আল আমিনের বাড়িতে অভিযান চালানোর সময় ইসমাইল ঘটনাস্থলে উপস্থিত ছিল। গ্রামবাসীও জড়ো হয়েছিল।

“তারা ঘটনাস্থল ত্যাগ করার সময় সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা করে। এ সময় পুলিশ গুলি করলে ইসমাইলের গলায় বিদ্ধ হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিসক মৃত ঘোষণা করেন।”