বগুড়ায় গোলাবারুদসহ ৩ ‘নব্য জেএমবি’ সদস্য আটক

বগুড়ার আদমদীঘি উপজেলায় গোলাবারুদসহ সন্দেহভাজন তিন নব্য জেএমবির সদস্যকে আটক করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2017, 04:00 AM
Updated : 9 June 2017, 05:53 PM

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সোনাতন চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মুরইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন - চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এলাকার শামসুজ্জামানের ছেলে আব্দুল আজিজ মামুন (২৮), হাবিবুর রহমানের ছেলে আব্দুল্লাহেল কাফির ওরফে ফারহান (২০) ও গাইবান্ধার সাঘাটার আবুবক্কর সিদ্দিকের ছেলে রাসেল (৩৪)।

পুলিশ কর্মকর্তা সোনাতন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে ওই তিনজন মোটরসাইকেলে করে যাওয়ার সময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করে।

“তাদের কাছে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, এক কেজি গান পাউডার ও চাকু পাওয়া গেছে। তারা নব্য জেএমবির সদস্য। নাশকতা ঘটানোর জন্যই তারা কোথাও যাচ্ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

তাদের মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।