সিরাজগঞ্জে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে সাড়ে নয় বছর আগের একটি হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলার একটি আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2017, 04:25 PM
Updated : 8 June 2017, 04:25 PM

এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাদেরকে আরও ছয় মাসের কারাভোগ করতে হবে।

বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম শেখ মেরিনা সুলতানা এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- এনায়েতপুরের গোপালপুর গ্রামের আব্দুর রউফের ছেলে রহিজ উদ্দিন (৩১), আজুগড়া গ্রামের আবু প্রামানিকের ছেলে হাফিজুল ইসলাম (৩৩) ও কুড়িগ্রামের উলিপুর উপজেলার পোড়ার চরের আব্দুল কাদেরের ছেলে মাহবুব হোসেন (৩২)।

এদের মধ্যে রহিজ উদ্দিন কারাগারে এবং বাকি দুজন পলাতক রয়েছেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল হামিদ মামলার বরাত দিয়ে জানান, ২০০৮ সালের ৭ জানুয়ারি স্হানীয় সাইনদার বিলের পূর্ব পাশেরর একটি সরিষার ক্ষেতে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

হামিদ বলেন, এ ঘটনায় স্থানীয় চৌকিদার দিনা চন্দ্র বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি দিয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এই হত্যায় জড়িত সন্দেহে গোপালপুর গ্রামের আব্দুর রউফের ছেলে রহিজ উদ্দিনকে আটক করে।

রহিজ এ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন এবং নিহত ব্যক্তি এনায়েতপুর বাজারের কাঠমিস্ত্রী নুর ইসলাম ওরফে নুরু বলে সনাক্ত করেন বলে তিনি জানান।

২০০৮ সালের ৩১ মে চার জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত তিনজনকে দণ্ড দিলেও একজনকে খালাস দিয়েছে।