রাবিতে ভর্তি পরীক্ষা শুরু ২২ অক্টোবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২২ অক্টোবর থেকে শুরু হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2017, 12:23 PM
Updated : 8 June 2017, 12:23 PM

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাকাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন।

পরীক্ষা ২২ অক্টোবর শুরু হয়ে ২৬ অক্টোবর পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হলেও আবেদনের যোগ্যতা, আসন সংখ্যা ও ভর্তি পরীক্ষার নিয়ম বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আসলাম হোসেন বলেন, “ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা ও নিয়মাবলীর বিষয়গুলো এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর অনেকটা নির্ভর করে। তাই ফলাফলের পরেই আমরা এসব বিষয়ে সিদ্ধান্ত নেব।”