বগুড়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

বগুড়ার ধুনটে জমিতে সেচ দেওয়া নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে এক বৃদ্ধ নিহত হয়েছেন; আহত হন তার দুই ছেলে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2017, 11:06 AM
Updated : 6 June 2017, 11:06 AM

মঙ্গলবার উপজেলার চিকাশী দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সেকেন্দার আলী (৯০) চিকাশী গ্রামের বাসিন্দা।

সেকেন্দার আলীর দুই ছেলে আব্দুল লতিফ (৪২) ও সোনাউল্লাহকে (৪৫) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় চিকাশী গ্রামের আফাজ উদ্দিনের স্ত্রী মোর্শেদা বেগম (৩৫), তার দুই মেয়ে আফরোজা পারভীন (২০) ও ইতি পারভীনকে (১৮) পুলিশ আটক করেছে।   

স্থানীয় জহুরুল ইসলাম সাংবাদিকদের জানান, সেকেন্দার আলী দীর্ঘদিন যাবত প্রতিবেশী আফাজ উদ্দিনের শ্যালো মেশিন থেকে তার জমিতে পানি দিয়ে আসছিলেন। কিন্তু গত মৌসুমে সেকেন্দার আলী ওই মেশিন থেকে পানি নেওয়া বন্ধ করে দেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

জহুরুল বলেন, সকাল ৯টার দিকে সেকেন্দার আলী তার দুই ছেলে আব্দুল লতিফ ও সোনাউল্লাহকে নিয়ে চিকাশী কালিবাড়ী এলাকার জমিতে গিয়ে অন্যের মেশিন থেকে পানি সেচ দিতে থাকেন।

“এ সময় আফাজ উদ্দিন লোকজন নিয়ে সেকেন্দার আলী ও তার ছেলেদের ব্যাপক মারপিট করে। এতে বাবা-ছেলে তিনজনই গুরুতর আহত হন।”

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সেকেন্দার আলী মারা যান বলে জানান জুহুরুল।

ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ সেকেন্দার আলীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবদের জন্য আফাজ উদ্দিনের স্ত্রী ও তার দুই মেয়েকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।