বিশ্বের সবচেয়ে শক্তিশালী হ্যামার পদ্মা সেতু প্রকল্পে

পদ্মা সেতুর কাজে যুক্ত হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হ্যামার।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2017, 03:39 PM
Updated : 5 June 2017, 05:31 PM

জার্মানিতে তৈরি এ হ্যামার সোমবার সকালে মাওয়ায় পৌঁছেছে বলে জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের।

গত ২৭ এপ্রিল নেদারল্যান্ডসের পোর্ট অব রটারড্যাম থেকে রওনা দেয় আইএইচসি ৩০০ নামে হ্যামারটি। এটা সবোর্চ্চ তিন হাজার কিলোজুল শক্তিসম্পন্ন এবং ৩৮০ টন ওজনের বলে জানান তিনি।

আব্দুল কাদের বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে এটি প্রস্তুত (ফিটিং) হওয়ার পর পদ্মা সেতু প্রকল্পের পাইলিং কাজে যোগ দেবে।

আগে ২৪০০ এবং দুই হাজার কিলোজুল ক্ষমতার দুইটি হ্যামার সেতুর পাইলিং কাজে ব্যবহৃত হয়ে আসছিল জানিয়ে তিনি বলেন, তৃতীয় হ্যামারটি যুক্ত হওয়ায় এখন সেতুর কাজে গতি বৃদ্ধি পাবে।

নতুন এই হ্যামারটি জাজিরা প্রান্তে পাইলিংয়ের কাজ করবে। আর আগের হ্যামার দুটি মাওয়া প্রান্তে কাজ চালিয়ে যাবে বলে জানান এ প্রকৌশলী।