সাংবাদিক শিমুল হত্যা: আসামি মিন্টু জামিনে মুক্ত

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যায় গ্রেপ্তার মেয়র মিরুর ভাই হাবিবুল হক মিন্টু জামিনে মুক্তি পেয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2017, 02:21 PM
Updated : 5 June 2017, 05:22 PM

সোমবার সিরাজগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক আল-মামুন এ কথা জানান।

গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মেয়র মিরুর আরেক ভাই পিন্টু অস্ত্রের মুখে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেন বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা মেয়রের বাড়ি ঘেরাও করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

ওই সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে শটগানের গুলিতে আহত হয়ে মারা যান সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। পরে শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম মেয়রসহ ১৮ জনকে আসামি করে মামলা করেন।

তত্ত্বাবধায়ক আল-মামুন বলেন, গত ২৯ এপ্রিল হাই কোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ মিন্টুকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। সোমবার জামিনের এ আদেশ হাতে পেয়ে বিকালে মিন্টুকে মুক্তি দেওয়া হয়।

এ মামলার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মিরু বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সপ্তাহে তাকে জেলা কারগার থেকে সেখানে পাঠানো হয় বলে জানান কারা কর্মকর্তা মামুন।

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, সাংবাদিক শিমুল হত্যা মামলায় ২ মে মেয়র মিরু ও মিন্টুসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। আগামী ১৩ জুন অভিযোগপত্রের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।