ফেইসবুক পেইজ ‘স্বাধীন বিচার বিভাগের’ বিরুদ্ধে মামলার নির্দেশ

ফেইসবুক পেইজ ‘স্বাধীন বিচার বিভাগ’ এর বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে বগুড়ার একটি আদালত।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2017, 02:17 PM
Updated : 5 June 2017, 02:17 PM

সোমবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আহসান হাবিব স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আদালত পুলিশের পরির্দশক মো. শাহজাহান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেইসবুকে ‘স্বাধীন বিচার’ নামে পেইজ খুলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছবি ব্যবহার করে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করায় বিচারক আহসান হাবিব স্বপ্রণোদিত একটি মামলার নির্দেশ দিয়েছেন।

আদেশে বলা হয়েছে, শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান থানায় একটি মামলা করে তা ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদর দপ্তরে পাঠাবেন। সিনিয়র এএসপির নিচে নয় একজন সিআইডি কর্মকর্তা মামলাটির তদন্ত করে ৬ জুলাইয়ের মধ্যেই বগুড়ার ওই আদালতে প্রতিবেদন দাখিল করবেন।

শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, “আদালতের আদেশের বিষয়ে শুনেছি। তবে এখনও কোনো লিখিত আদেশ পাইনি। আদেশের লিখিত কপি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিব।” 

এ পেইজটির বিরুদ্ধে রোববার শাহবাগ থানায়ও একটি মামলা হয়েছে।