চালক ‘হত্যার’ প্রতিবাদে মাগুরায় বাস ধর্মঘট

মাগুরায় এক বাস চালককে ‘হত্যার’ প্রতিবাদে জেলার অভ্যন্তরীন রুটে বাস বন্ধ করে দিয়েছে মোটর শ্রমিকরা।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2017, 11:14 AM
Updated : 5 June 2017, 11:14 AM

সোমবার সকাল ১০টা থেকে এ ধর্মঘট শুরু করে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

ফলে জেলা সদরের সঙ্গে সবগুলো উপজেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। তবে দূরপাল্লার বাস ও ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে।       

মাগুরা মটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, মোটরসাইকেলে বাসের ধাক্কা লাগার অভিযোগ তুলে শনিবার মো. সুজন নামের এক বাস চালককে পিটিয়ে গুরুতর আহত করে স্থানীয় দুই যুবক।

“সুজনকে অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

সেখানে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

শ্রমিক নেতা সাজ্জাদ বলেন, “এ ঘটনার প্রতিবাদে সকাল থেকে জেলার আঞ্চলিক সড়কগুলোতে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অবরোধ ও আন্দোলন চালিয়ে যাব।”

এদিকে বাস চালক নিহতের প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পরিবহন শ্রমিকেরা দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেছেন। এসময় তারা ‘হত্যাকারীদের’ বিচারের দাবিতে নানা শ্লোগান দেন।

মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আল মামুন বলেন, পুলিশ হত্যাকারীদের চিহ্নিত করেছে। দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে।

নিহত সুজন মাগুরা শহরের পারলা এলাকার মোসলেম শেখের ছেলে।