চাঁপাইনবাবগঞ্জে ‘নব্য জেএমবির’ ২ সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ‘নব্য জেএমবির’ সন্দেহভাজন দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের একজন শিবগঞ্জের জঙ্গি আস্তানায় অভিযানে নিহত রফিকুল ইসলাম আবুর শ্বশুর এবং অন্যজন হত্যা মামলার আসামি বলে পুলিশের ভাষ্য।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2017, 09:57 AM
Updated : 5 June 2017, 10:26 AM

শিবগঞ্জের মনাকষা এলাকা থেকে রোববার গভীর রাতে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মুজাহিদুল ইসলাম জানান।

গ্রেপ্তাররা হলেন- শিবগঞ্জ উপজেলার শিবনগর আব্বাস বাজার গ্রামের রুহুল আমিন (৫৫) ও গোমস্তাপুর উপজেলার রহমতপাড়ার আল আমিন (২৪)।

পুলিশ সুপার বলেন, গত ২৬ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজারভুক্ত আসামি রুহুল আমিন।  

ওই অভিযান শেষে সেখানে চারজনের লাশ মেলে, যারা আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন বলে পুলিশের ভাষ্য।

নিহতদের মধ্যে জেএমবি সদস্য রফিকুল ইসলাম আবুও ছিলেন। অভিযান শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে আবুর স্ত্রী তাদের মেয়েকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে এলে পুলিশ তাকে আটক করে। 

পুলিশ সুপার মুজাহিদুল জানান, গ্রেপ্তার রুহুল আমিন ওই অভিযানের সময় ধরা দেওয়া সুমাইয়ার বাবা।

“ওই ঘটনায় শিবগঞ্জ থানার এসআই আব্দুস সালাম বাদী হয়ে সুমাইয়াকে আসামি করে একটি মামলা করেন। অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে সেখানে আসামি করা হয়।”

আর গ্রেপ্তার আল আমিন ২০১২ সালে নাচোলে সালমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে পুলিশ সুপার জানান।