ফেনীতে গ্রেপ্তারের পর ২ জন ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ

ফেনীর সোনাগাজী উপজেলায় দুইজনকে গ্রেপ্তারের পর সঙ্গে নিয়ে অন্য একজনকে ধরতে যাওয়া পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গ্রেপ্তারকৃতরা গুলিবিদ্ধ হয়েছেন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2017, 09:51 AM
Updated : 5 June 2017, 09:51 AM

সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ূন কবির জানান, রোববার রাতে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের আনন্দীপুর গ্রামে গোলাগুলির এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নূরুল আলম রিয়াদ ও আলাউদ্দিন রুবেল ছিনতাইকারী বলে পুলিশের ভাষ্য।

ওসি কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার দুপুরে ছিনতাইকারী নূরুল ও সন্ধ্যায় রুবেলকে আটক করা হয়। তাদের নিয়ে রাতে পুলিশ ছিনতাইকারী দলের সর্দার ফরিদকে আটক করতে অভিযান চালায়।

“আনন্দীপুর গ্রামে গেলে ফরিদের নেতৃত্বে একদল ছিনতাইকারী পুলিশকে লক্ষ করে গুলি করে। পুলিশ পাল্টা গুলি চালায়। এ সময় নুরুল ও রুবেল গুলিবিদ্ধ হয়। তবে ছিনতাইকারীর দলের সর্দার শেখ ফরিদ আহত অবস্থায় পালিয়ে যায়।”

পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি এলজি ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে জানিয়ে ওসি কবির বলেন, আহত নুরুল ও রুবেলকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া এসআই তাজউদ্দিন বাহার ও এএসআই দেলোয়ার হোসেন আহত হলে তাদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে তিনি জানান।