মংলায় সিমেন্টের কাঁচামাল নিয়ে কার্গো ডুবি

মংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে একটি কার্গো ডুবে গেছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2017, 08:38 AM
Updated : 5 June 2017, 08:38 AM

পশুর নদীর হারবাড়িয়া চ্যানেলে রোববার রাতে এমভি সেবা নামের এই কার্গোটি তলা ফেটে ডুবে যায় বলে জানান বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার মো. ওয়ালিউল্লাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কার্গোটিতে ৮২৫ টন স্যালাগ ছিল। এটি সিমেন্ট তৈরির কাঁচামাল বিশেষ। খুলনার সুং সিং নামের একটি সিমেন্ট প্রস্তুতকারী কারখানা চীন থেকে স্যালাগ আমদানি করে।

“গত ২৭ মে সাইপ্রাসের পতাকাবাহী অ্যাটাকি এসবি নামের জাহাজটি মংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় অবস্থান নেয়। রোববার রাতে জাহাজ থেকে মাল নামিয়ে এমভি সেবা নামের কার্গোয় তোলার সময় এর তলা ফেটে তলিয়ে যায়।”

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে মাস্টার ওয়ালিউল্লাহ বলেন, কার্গো ডুবিতে বন্দরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। ডুবে যাওয়া কার্গোটি শিগগির তুলে নিতে পরিবহন কাজে নিয়োজিত খুলনার মেসার্স জামান এন্টারপ্রাইজকে নির্দেশ দেওয়া হয়েছে।