থানা হাজতে মৃত্যু: পুলিশের বিরুদ্ধে মামলার তদন্তে পিবিআই

সিলেটের জৈন্তাপুর থানা হাজতে এক আসামির মৃত্যুর ঘটনায় ওসিসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2017, 02:50 PM
Updated : 4 June 2017, 02:57 PM

রোববার সিলেটের আমলী আদালত-১ এর বিচারক মো. আতিকুল হায়দার এ আদেশ দেন।

গত ১৮ মে রাতে রাতে বটেশ্বর এলাকা থেকে নজরুল ইসলাম বাবু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের ভাষ্য, নজরুল ১৯ মে থানা হাজতে ‘আত্মহত্যা’ করেন। পুলিশ নজরুলকে নির্যাতন করে হত্যা করা হয়েছে দাবি করে বৃহস্পতিবার দুপুরে তার মা রোকেয়া বেগম জৈন্তাপুর থানার ওসি মো. সফিউল কবীর প্রধানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।

বাদীর আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ লালা জানান, দুপুরে মামলার শুনানি শেষে পিবিআই ১০ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের জন্য নির্দেশ দেয় আদালত।