স্ত্রী ও মাদ্রাসা ছাত্র হত্যায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড

বাগেরহাটে মোরেলগঞ্জে ১৬ বছর আগে স্ত্রী ও এক মাদ্রাসা ছাত্রকে হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসির রায় দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2017, 09:47 AM
Updated : 4 June 2017, 09:47 AM

বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাকারিয়া হোসেন রোববার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আবুল কালাম হাওলাদার (৫০) মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামের আব্দুল জব্বার হাওলাদারের ছেলে। জামিনে যাওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

মামলার নথিতে বলা হয়, গুলিশাখালী গ্রামের আবুল বাশার হাওলাদারের ছেলে মাদ্রাসা ছাত্র মশিউর রহমান (১২) একই এলাকার আবুল কালামের বাড়িতে থেকে পড়াশুনা করত।

২০০১ সালের ৭ অক্টোবর রাতে আবুল কালাম তার স্ত্রী সুলতানা ইয়াসমিনকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। এ সময় সুলতানাকে বাঁচাতে মশিউর এগিয়ে গেলে আবুল কালাম দা দিয়ে তার মাথা ও ঘাড়ে কোপ দেন।

এক পর্যায়ে ঘটনাস্থলেই সুলতানা ও মশিউরের মৃত্যু হয় বলে মামলায় উল্লেখ করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শরৎচন্দ্র বলেন, ওই বছরের ৭ অক্টোবর মাদ্রাসা ছাত্র মশিউরের বাবা আবুল বাশার বাদী হয়ে আবুল কালামের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্ত শেষে মোরেলগঞ্জ থানার এসআই এনামুল হক ওই বছরের ১০ ডিসেম্বর আবুল কালামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে আসামি আবুল কালাম হাওলাদার তার বাবা ও ভাইদের ফাঁসাতে স্ত্রী ও মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে হত্যা করেন।