বরিশালে দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত

বরিশালের গৌরনদীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ছয় জন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2017, 07:18 AM
Updated : 4 June 2017, 07:18 AM

রোববার ভোর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের বেজগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের আলী শেখ (৪০) ও মীর্জাপুর গ্রামের নূর ইসলাম (৪৫)।

আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

গৌরনদী হাইওয়ে থানার এসআই অশোক চন্দ্র তালুকদার জানান, খুলনা থেকে পটুয়াখালীগামী বৈদ্যুতিক ল্যম্প পোস্ট বোঝাই একটি ট্রাক বেজগতি এলাকায় বিকল হয়ে যায়। ট্রাকটি সড়কের পাশে দাঁড় করিয়ে মেরামত করা হচ্ছিল।

অশোক জানান, এ সময় ঝিনাইদহ থেকে বরিশালগামী অপর একটি ট্রাক বিকল ট্রাকটিকে পিছন থেকে দ্রুতগতিতে ধাক্কা দেয়। ট্রাকটিতে কয়েকজন গরুর ব্যবসায়ী ছিলেন।

“এতে বৈদ্যুতিক ল্যম্প পোস্টের বেরিয়ে থাকা অংশ পেছনের ট্রাকের সামনের অংশে ঢুকে গেলে ঘটনাস্থলেই দুই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়।”