ইফতারে ‘ঘোল খেয়ে’ এক পরিবারের ৮ জন অসুস্থ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইফতারে ঘোল খাওয়ার পর এক পরিবারের আট সদস্য অসুস্থ হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2017, 07:16 AM
Updated : 3 June 2017, 07:16 AM

শুক্রবার উপজেলার রেল স্টেশন এলাকার দুলাল সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে বলে তিনি জানান। অসুস্থদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুলাল সরকার বলেন, তার ভাগিনা পাবনার নুর হোসেনের ছেলে সালাম শুক্রবার সন্ধ্যায় ঘোল নিয়ে তাদের বাড়ি আসেন। পরে ইফতারের মসয় তিনি ছাড়া ভাগিনাসহ পরিবারের সবাই ওই ঘোল খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

অবস্থার অবনতি হলে রাতেই তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয় বলে জানান দুলাল।

অসুস্থরা হলেন দুলাল সরকারের স্ত্রী আছাতন বেগম, তিন ভাই সাকোওয়াত সরকার, করিম সরকার, সোহেল সরকার, সাকোওয়াতের তিন ছেলে আজাদ, উজ্জ্বল, রুবেল এবং দুলালের ভাগিনা সালাম। 

হাসপাতালে চিকিৎসাধীন সালাম জানান, “মামার বাসায় যাওয়ার পথে শাহজাদপুরে একটি ভ্রাম্যমাণ দোকান থেকে ওই ঘোল কিনেছিলাম, যা খেয়ে আমরা অসুস্থ হয়েছি।”

সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক শামীমুর ইসলাম জানান, হাসপাতালে ভর্তি রেখে অসুস্থ আট জনের চিকিৎসা চলছে। খাদ্যে বিষক্রিয়ার কারণে এই সমস্যা দেখা দিয়েছে।