মাগুরায় গ্রেপ্তার ৮ ‘জঙ্গির’ নামে মামলা

মাগুরার শালিখা উপজেলায় গ্রেপ্তার সন্দেহভাজন আট জঙ্গির বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2017, 06:46 AM
Updated : 3 June 2017, 06:46 AM

শনিবার সকালে শালিখা থানা পুলিশ তাদের নামে মামলাটি দায়ের করে।

উপজেলার আড়পাড়া থেকে শুক্রবার রাতে জামায়াতে ইসলামীর এক নেতার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তার আট জনের মধ্যে বাড়ির মালিক জেলা জামায়াত নেতা ফরিদ আহম্মেদের নামে বিশেষ ক্ষমতা আইনে এবং অপর সাত জনের নামে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় মামলা করা হয়েছে।

এ মামলায় শনিবার দুপুরে তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন জানানো হবে বলে জানান তারিকুল।

শুক্রবার রাত পৌনে ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত শালিখার আড়পাড়া এলাকায় ফরিদ আহম্মেদের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকেসহ সন্দেহভাজন আট জঙ্গিকে গ্রেপ্তার করে। এ সময় সেখান থেকে জিহাদি বই, ইলেট্রনিক্স ডিভাইসসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার হয়।