ঝিনাইদহে ডাকাত সন্দেহে আটক ৪

ঝিনাইদহ সদর উপজেলায় গোলাবারুদসহ চারজনকে আটক করা হয়েছে; র‌্যাব বলছে তারা ডাকাত।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2017, 05:31 AM
Updated : 3 June 2017, 05:31 AM

মিয়াকুণ্ডু গ্রামের কাটাখাল ব্রিজের পাশের বাগান থেকে শুক্রবার রাতে তাদের আটক করা হয় বলে র‌্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আটককৃতরা হলেন - ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামের নরেন্দ্রনাথ শিকদারের ছেলে তিব্বত শিকদার ( ৫৪ ),  ঠাকুর সরকারের ছেলে কুমুদ সরকার ( ২৬ ),  কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামের মকছেদ খানের ছেলে সুকানুর রহমান ( ৩০ ) ও মাগুরা জেলার শালিখা উপজেলার থৈপাড়া গ্রামের বিমল বিশ্বাসের ছেলে বিকাশ বিশ্বাস ( ৩৫ )।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপনে খবর পেয়ে র‌্যাব সদস্যরা ওই বাগানে অভিযান চালায়। আটককৃতরা ডাকাতির উদ্দেশ্যে মিয়াকুণ্ডু গ্রামের কাটাখাল ব্রিজের পাশের ওই বাগোনে জড়ো হয়েছিল।

র‌্যাব সদস্যরা তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, একটি দোনালা বন্দুক, একটি রাইফেল, পাঁচটি রাইফেলের গুলি, তিনটি শটগানের গুলি ও একটি হাঁসুয়া উদ্ধার করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।