ঝিনাইদহে ৫ ‘জেএমবি সদস্য’ গ্রেপ্তার

ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন এলকায় অভিযান চালিয়ে ‘নব্য জেএমবি সরোয়ার-তামিম গ্রুপের’ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2017, 06:45 AM
Updated : 2 June 2017, 06:45 AM

র‌্যাব-৬-এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, শুক্রবার ভোরে তিনটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন - ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের আহমেদ সরদারের ছেলে আব্দুল লতিফ (৩৬), গয়েশপুর গ্রামের মাস্টারপাড়ার আব্দুস সামাদের ছেলে কাওসার জিন্নু রাইন লাল্টু (৩৭), চুয়াডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শাহীনুজ্জামান শাহিন (২৫), কিনার আলী বিশ্বাসের ছেলে সাহেব আলী (৪৮) ও পোড়াহাটি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আল আমিন (২০)।

র‌্যাব কর্মকর্তা মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার পাঁচজনই গত ১৬ মে ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িতে অভিযান চালানোর ঘটনায় দায়ের করা মামলার আসামি।

“শুক্রবার ভোরে পোড়াহাটি, চুয়াডাঙ্গা ও পাগলাকানাই গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা নব্য জেএমবির সরোয়ার তামিম গ্রুপের সদস্য।”