ঝিনাইদহে নিখোঁজ গৃহবধূর লাশ মিলল সেপটিক ট্যাংকে

ঝিনাইদহে নিখোঁজের তিনদিন পর সেপটিক ট্যাংক থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে; যাকে পূর্ব বিরোধের জেরে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2017, 06:37 AM
Updated : 2 June 2017, 06:42 AM

ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, শুক্রবার সকালে শহরের উপ-শহর পাড়া থেকে আনোয়ারা বেগমের লাশ উদ্ধার করা হয়।

আনোয়ারার (৫০) বাড়ি ওই এলাকায়।

এ ঘটনায় পারুলা বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। পারুলা বাড়ি একই এলাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি হরেন্দ্রনাথ বলেন, গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন আনোয়ারা। তার পরিবারের সদস্যরা বুধবার ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করেন।

শুক্রবার সকালে পাশের বাড়ির পাশে একটি সেপটিক ট্যাংকে তার লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার ও পারুলাকে আটক করে বলে জানান তিনি।

ওসি বলেন, “কিস্তির টাকা নিয়ে আনোয়ার সঙ্গে পারুলের বিরোধ ছিল বলে স্থানীয়রা জানিয়েছে।”

পূর্ব কোনো বিরোধের জেরে আনোয়াকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিক ধারণা এ পুলিশ কর্মকর্তার।