সাভারে কারখানার আগুন নিয়ন্ত্রণে

দুইঘণ্টা পর ঢাকার সাভারের কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2017, 04:42 PM
Updated : 1 June 2017, 04:56 PM

বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে পৌরসভার মজিদপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পাকিজা ডায়িং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লি. কারখানায় আগুন ধরে।

সাভার মডেল থানার পরিদর্শক (গোয়েন্দা) সাইফুল ইসলাম জানান, রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এরপর ডাম্পিংয়ের কাজ শুরু হয়। 

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সাভার, আশুলিয়া ও মিরপুরসহ বিভিন্ন এলাকার ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। ওই সময় মহাসড়কের একপাশে (ঢাকামুখী) যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

 

দগ্ধ চারজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজন হলেন নজরুল ইসলাম ও আইনুদ্দিন। বাকি দুজনের নাম জানা যায়নি।  

কারখানার মানবসম্পদ কর্মকর্তা (এডমিন) মোস্তাফিজুর রহমান জানান, কারখানার দোতলায় স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়েছে।

কারখানাটির স্টোরের কর্মচারী মামুন ঘটনাস্থলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, আগুন ধরার পরপরই তিনি বের হয়ে এসেছেন। ভিতরে আরও অনেকে রয়ে গেছেন। তিনি নিজেও সামান্য আহত হয়েছেন।