ফেনীতে নিয়ন্ত্রণ হারানো বাসে পিলার ঢুকে নিহত ২

ফেনীতে ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ায় বাসের ভেতর বৈদ্যুতিক পিলার ঢুকে দুইজনের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2017, 09:18 AM
Updated : 1 June 2017, 09:19 AM

জেলা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন মাস্টার মো. কবির হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন - খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেরার মোহাম্মদ মামুন (১১) ও অজ্ঞাতপরিচয় এক নারী।

ফায়ার সার্ভিস কর্মকর্তা কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্যামলী পরিবহনের একটি বাস ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল।

“পথে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। পিলারগুলো বাসের ভেতরে ঢুকে গেলে দুইজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন চালকসহ পাঁচজন।”

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়।

হাসপাতালটির চিকিৎসক মো. নাজমুল হাসান জানান, আহত তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তারা হলেন - চট্টগ্রামের মুজিবুর রহমান (৬৫), রংপুরের সবুজ (৩৫) ও আবু সুফিয়ান (২৫)।

আর বাসচালক ইসহাক (৪০) ও যাত্রী ফেনীর ইকবালকে (৩০) ফেনী সদর হাসপতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান এই চিকিৎসক।

মহিপাল হাইওয়ে থানার এসআই আবুল হোসেন বলেন, পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত বাসটিও উদ্ধার করেছে পুলিশ।

দুর্ঘটনার পর মহাসড়ক ঘণ্টাখানেক যানজটে পড়ে বলে জানান এসআই হোসেন।