লাউয়াছড়ায় ২৫ হাজার বৃক্ষ রোপনের কর্মসূচি বিজিবির

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে এ মৌসুমে ২৫ হাজার ফলজ বৃক্ষের চারা রোপনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিজিবি।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2017, 02:34 PM
Updated : 30 May 2017, 02:34 PM

মঙ্গলবার লাউয়াছড়া বনের বাঘমারা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল আশরাফুল ইসলাম।

বিজিবির শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার জানান, লাউয়াছড়া বনের বাঘমারা, ডরমেটরি ও লেইকের চার পাশে প্রায় পাঁচ একর জমিতে তারা ২৫ হাজার বৃক্ষ রোপন করবেন, যার মধ্যে বেশিরভাগই পশুপাখির খাবার উপযোগী ফলজ বৃক্ষ থাকবে।

এ সময় তার সঙ্গে অন্যান্যের মধ্যে ছিলেন মেজর আসিফ বুলবুল, সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান, লন্ডন প্রবাসী খায়রুল ইসলাম, সাংবাদিক বিকুল চক্রবর্তী ও বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন প্রমুখ।