গাজীপুরে কারখানা কর্মীকে অপহরণের অভিযোগ 

গাজীপুরের কালিয়াকৈরে এক পোশাক কারখানার অফিস সহকারীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। 

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2017, 11:54 AM
Updated : 30 May 2017, 11:54 AM

কালিয়াকৈর থানার ওসি আবদুল মোতালেব মিয়া জানান, মঙ্গলবার ওই ব্যক্তির স্ত্রী পারভীন খাতুন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। 

‘অপহৃত’ মোতালেব হোসেন ওরফে রাজুর (৩৫) বাড়ি বাগেরহাটের কচুয়া থানার মানদিয়া গ্রামে। বাড়ইপাড়ায় জসিম উদ্দিনের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি।

তিনি চন্দ্রা এলাকার পল্লীরানী ড্রেসমিন লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানায় অফিস সহকারী।

মামলার বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত রোববার সকাল সাড়ে ৬টার দিকে কারখানায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন রাজু। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

এরপর তার স্ত্রী কারখানায় গিয়ে জানতে পারেন মোতালেব সেখানে যাননি। ঘটনার পর থেকে তার ব্যবহৃত দুইটি মোবাইল ফোন বন্ধ রয়েছে বলে জানান তিনি।  

মামলায় বলা হয়, কারখানার বিভিন্ন বিষয় নিয়ে সহকর্মী শরিফুল ইসলাম ওরফে শামীম এবং আফজাল হোসেনের সঙ্গে মোতালেবের দ্বন্দ্ব চলছিল।

তাদের সহযোগীতায় রাজুকে অপহরণ করা হয়েছে বলে তার স্ত্রী পারভীনের ধারণা ।