ঝালকাঠিতে সাংবাদিক নির্যাতন: মামলা নেওয়ার নির্দেশ

সাংবাদিক নির্যাতনের ঘটনায় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদারসহ নয় জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2017, 11:38 AM
Updated : 30 May 2017, 11:38 AM

মঙ্গলবার ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম রুবাইয়া আমেনা কাঁঠালিয়া থানার ওসিকে এজাহার গ্রহণের আদেশ দেন।

বাদীর আইনজীবী আককাস সিকদার একথা জানান।

মামলার অপর আসামিরা হলেন মনির হোসেন, শহিদুল ইসলাম, সেলিম হাওলাদার, মো. আনিচ, মনির খান, এনাম কাজী, মিলন মাষ্টার ও মিলন সিকদার।

আইনজীবী আক্কাস সিকদার জানান, নির্যাতনের শিকার কাঁঠালিয়ার সাংবাদিক এইচ এম বাদল বাদী হয়ে গত ২১ মে আদালতে মামলা দায়ের করেন। ওইদিন আদালত মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন।

“শুনানি শেষে আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করার আদেশ দেয়।”

মামলায় অভিযোগ করা হয়েছে, ঢাকায় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় বনানীর রেইনট্রি হোটেলের মালিকের বাবা ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ফেসবুকে শেয়ার হয়।

ওই সংবাদে গত ১৬ মে লাইক দেওয়ার অভিযোগে কাঁঠালিয়া উপজেলার স্থানীয় সাংবাদিক এইচ এম বাদলকে তুলে নিয়ে রড দিয়ে পিটিয়ে আহত করে উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার ও তার লোকজন।

এ সময় হামলাকারীরা সাংবাদিক বাদলকে জিম্মি করে ৩শ টাকার সাদা স্ট্যাম্পে ‘জোরপূর্বক’ স্বাক্ষর করিয়ে নেয়।

নির্যাতনের শিকার এইচএম বাদল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কাঁঠালিয়া উপজেলা কমিটির আহ্বায়ক।

এ ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানবন্ধনসহ সাংবাদিকরা নানা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছেন।

ঘটনার রাতেই বাদলকে ঝালকাঠি সদর হাসপাতলে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার শুনানির সময় সহকর্মীর সহায়তায় আদালতে উপস্থিত হন।