অস্বাস্থ্যকর পরিবেশ: বনফুলকে ৩ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির করায় সাভারে বনফুলের কারখানাসহ দুটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2017, 11:35 AM
Updated : 30 May 2017, 11:35 AM

মঙ্গলবার দুপুরে সাভারের শ্যামপুর এলাকায় ‘বনফুল অ্যান্ড কোম্পানি লিমিটেড’ ও ‘ইসলাম বেকারি’ কারখানায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউছুল আজম জানান, শ্যামপুর এলাকায় ‘বনফুল অ্যান্ড কোম্পানি লিমিটেড’ কারখানার মালিক এম এ মোতালেব দীর্ঘ দিন ধরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করে বাজারজাত করে আসছেন।

“গোপন খবরে ওই কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করায় কারখানার মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

কারখানাটিতে মিষ্টি ছাড়াও বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি হয় বলে জানান তিনি।

তাছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট ও কেক তৈরি করায় একই এলাকার ইসলাম বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের এ বিচারক।

অভিযানে র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল হাকিমসহ র‌্যাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।