ফরিদপুরে গৃহবধূর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ  

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামী ও শ্বশুরকে আটক করেছে পুলিশ।  

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2017, 10:57 AM
Updated : 30 May 2017, 11:07 AM

চরভদ্রাসন থানার এসআই স্বপন কুমার জানান,গাজীরটেক ইউনিয়নের চরঅযোধ্যা গ্রাম থেকে বেলা ১১টার দিকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

নিহত ফারজানা বন্নী (২৩) ওই এলাকার মিলন শেখের (৩২) স্ত্রী। তাদের সংসারে দুই বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।

ফারজানা ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের সদস্য বাবলু সর্দারের মেয়ে।

এ ঘটনায় মিলনের বাবা মালেক শেখকেও আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। 

ফারজানার বাবা বাবলু সর্দার বলছেন,“মিজান প্রায়ই টাকার জন্য আমার মেয়েকে মারধর করতো। সম্প্রতি একটি অটোবাইকের দাবি করলে তাকে দুই লাখ টাকা দেওয়া হয়।”

ফারজানাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মিলন সাংবাদিকদের বলেন, সোমবার রাতে বন্নী বুকে ব্যাথা অনুভব করলে তাকে পাশের তেলে ডাঙ্গী বাজারের পল্লী চিকিৎসক মঞ্জু মিয়ার কাছে নিয়ে যান। পরে সেখানে তার মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঞ্জু মিয়া বলেন, “রাত সাড়ে ১০টার দিকে বন্নীকে আমার কাছে নিয়ে আসেন মিলন। তার মুখে লালার মতো দেখতে পাই। তখনই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলি। তার পর কি হয়েছে জানিনা।” 

এসআই স্বপন কুমার বলেন,“নিহত ফারজানার হাত,পা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।”

তিনি জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে মিলনের ঘর থেকে বন্নীর মরদেহ উদ্ধার এবং  তার স্বামী ও শ্বশুরকে আটক করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।