শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল সীমিত

ঘূর্ণিঝড় মোরার প্রভাবে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল সীমিত করা হয়েছে; বন্ধ রাখা হয়েছে অন্য সব যান।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2017, 05:35 AM
Updated : 30 May 2017, 05:35 AM

এতে উভয় ঘাটে প্রায় ৪০০ যান আটকা পড়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম খন্দকার শাহ মো. খালেদ নেওয়াজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পদ্মা উত্তাল থাকায় সোমবার রাত পৌনে ৮টা থেকে ফেরি চলাচল সীমিত করা হয়।

“আর সকাল থেকে তিনটি রোরো, তিনটি কে-টাইপ, দুটি মাধারী ও উচ্চক্ষমতার টাগবোট দিয়ে দুটি ডাম্প সতর্কতার সঙ্গে চালানো হচ্ছে।”

অন্য সব যান সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন মঙ্গলবার।

তিনি বলেন, পদ্মা এখন উত্তাল। তাই কিছু ফেরি ছাড়া সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে মঙ্গলবার সকাল থেকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হচ্ছে বলে তিনি জানান।