উচ্ছেদ: স্থানীয়দের হামলায় বনকর্মীসহ আহত ১১

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বনবিভাগের জমি থেকে উচ্ছেদ অভিযানে স্থানীয়দের হামলায় বনকর্মীসহ ১১ জন আহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2017, 01:39 PM
Updated : 29 May 2017, 01:40 PM

সোমবার বেলা ৩টার দিকে বরমী ইউনিয়নের গারোজন (খলারটেক) গ্রামে এ ঘটনা ঘটে বলে শ্রীপুর উপজেলা বন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন জানান।

আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বন কর্মকর্তা বলেন, গারোজন এলাকায় সরকারি বনভূমি দখল করে ঘরবাড়ি নির্মাণ করছে এমন খবর পেয়ে সেখানে উচ্ছেদে যায় বনকর্মীরা। এসময় স্থানীয় আইন উদ্দিন ও আহসান উল্লার নেতেৃত্বে একদল গ্রামবাসী দা-লাঠি নিয়ে তাদের উপর হামলা চালায়।

হামলায় শ্রীপুর সদর উপজেলা বিট কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বনপ্রহরী আনোয়ার হোসেন, সাজেদুর রহমান ও আজহারুল ইসলাম ও শংকর বীর আহত হন বলে জানান তিনি।

হামলাকারীরা বনবিভাগের দুটি মোটরসাইকেল ভাংচুর করে বলেও জানান এ বন কর্মকর্তা।

তবে স্থানীয় পারুল বেগম অভিযোগ করেন, সরকারি খাস জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। কিছুদিন আগে কালবৈশাখীতে শৌচাগার ক্ষতিগ্রস্ত হয়। পরে তা মেরামত করার প্রস্তুতি নিলে বন বিভাগের লোকজন এসে ১০ হাজার টাকা দাবি করে।

“দাবি করা টাকা না দিলে বনপ্রহরী নিয়ে এসে আমাদের বাড়ি উচ্ছেদের হুমকি দেয়।”

তিনি বলেন, এ সময় বন কর্মকর্তা ও বন প্রহরীরা তাদের বাড়ি ঘরে ভাংচুর চালায়। এসময় উত্তেজিত গ্রামবাসী বন কর্মকর্তাদের ধাওয়া দিলে সংঘর্ষ বাধে।

“সংঘর্ষে তার ছেলে আল আমিনসহ ৫/৬জন আহত হয়েছে।”

তবে বন কর্মকর্তা মোজাম্মেল হক টাকা দাবির কথা অস্বীকার করে বলেন, “সরকারি সম্পদ রক্ষা করতে গেলে আমাদের লোকজনের উপর হামলা চালানো হয়।”