মুন্সীগঞ্জে ৫৫ লাখ গলদা চিংড়ির রেণু জব্দ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৫৫ লাখ গলদা চিড়িংর রেণু আটকের পর পদ্মায় অবমুক্ত করা হয়েছে।  

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2017, 12:04 PM
Updated : 29 May 2017, 12:12 PM

মাওয়া কোস্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার আব্দুল জলিল জানান, লৌহজংয়ের কুমারভোগ ইউনিয়নের চন্দ্রের বাড়ি এলাকা থেকে সোমবার ভোরে রেণুসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

দুপুরে চিংড়ির রেণুগুলো লৌহজংয়ের পদ্মায় ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।

আটককৃতরা হলেন- ছয়দান পরিবহনের চালক ও মো. রাসেল শেখ (৩২) ও সুপারভাইজার মো. উজ্জ্বল (২২)।

কোস্টগার্ড কর্মকর্তা আব্দুল জলিল বলেন, “ভোর রাত পৌন তিনটার দিকে চন্দ্রের বাড়ি এলাকায় কোস্টগার্ডের একটি টহল দল মুন্সীগঞ্জে ৫৫ লাখ গলদা চিংড়ির রেণু জব্দ ণতিনটি বাস থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ২৭৫ টি ড্রাম ও ধাতব বড় পাতিল ভর্তি গলদা চিড়িংর রেণু জব্দ করা হয়। ”

সেগুলো থেকে মোট ৫৫ লাখ চিড়িংর রেণু পাওয়া যায়। যার বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৭৫ লাখ টাকা বলে জানান তিনি।

তিনি বলেন, এ ঘটনায় ছয়দান পরিবহনের একটি বাস এবং এর চালক ও সুপার ভাইজারকে আটক করা হয়। বাকি দুইটি বাসের যাত্রীদের অনুরোধে সেগুলো ছেড়ে দেওয়া হয়।