নরসিংদীতে সালিশে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

নরসিংদীর রায়পুরায় সালিশ বৈঠকে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2017, 10:16 AM
Updated : 29 May 2017, 10:16 AM

সোমবার সকালে উপজেলার চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে রায়পুরা থানার ওসি আজহারুল ইসলাম জানান।

নিহত আবদুল কাদির (৪২) গ্রামের রহিম ধরের ছেলে।

আহতদের নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওযা হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে চাঁনপুরের আবদুল্লাহ বাড়ি ও খান্নাবাড়ি মধ্যে কয়েক বছর ধরে দ্বন্দ্ব চলছে। এর জেরে একবছর আগে খান্নাবাড়ির সামসু হাজির ছেলে খোরশেদ মিয়াকে (৩৫) পিটিয়ে হাত পা ভেঙে দেয় আবদুল্লাহ বাড়ির লোকজন।

“এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা কবির মিয়াসহ ২৫ জনকে আসামি করে মামলাও হয়।কয়েক দিন আগে কুয়েত প্রবাসী লিয়াকত আলী বাড়িতে এসে বিষয়টি মিমাংসা করার উদ্যোগ নেন।”

তিনি বলেন, এরই অংশ হিসেবে সোমবার সকালে চাঁনপুরের সওদাগরকান্দি এলাকায় সালিশ বৈঠক বসে। বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে সামসু হাজির লোকজনের উপর প্রতিপক্ষরা হামলা চালালে দুপক্ষের সংঘর্ষে বেঁধে যায়।

এতে ঘটনাস্থলেই কাদির মিয়া নিহত হন বলে জানান ওসি।