কুষ্টিয়ায় ২ সাংবাদিকের জামিন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে কুষ্টিয়ায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই সাংবাদিকের জামিন আদেশ দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2017, 09:27 AM
Updated : 29 May 2017, 09:36 AM

দুই সাংবাদিকের আইনজীবী আবদুর রউফ জানান, কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ জাহেদ মনসুর সোমবার দুপুরে এ আদেশ দেন।

গত ৩০ মার্চ কুষ্টিয়ার সাংবাদিক হাসান আলী ও আসলাম আলীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন স্থানীয় দৈনিক সত্য খবরের সম্পাদক হাসিবুর রহমান রিজু।

মামলায় অভিযোগ, জেলা শহরের থানা মোড়ের চা দোকানি মিরাজুল ইসলাম মিরাজের ফেইসবুক আইডি থেকে রিজুর নামে আপত্তিকর মন্তব্য পোস্ট করা হয়, যার সঙ্গে ওই দুই সাংবাদিক জড়িত।

এ মামলায় তারা উচ্চ আদালত থেকে এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান। মেয়াদ শেষে গত ৯ মে নিম্ন আদালতে হাজির হলে তাদের কারাগারে পাঠায় আদালত।

সাংবাদিক হাসান আলী কুষ্টিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুষ্টিয়া প্রতিনিধি। আর আসলাম আলী কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সদস্য ও দৈনিক কুষ্টিয়া দর্পণের স্টাফ রিপোর্টার।

দুই সাংবাদিক এ ঘটনাকে ষড়যন্ত্র দাবি করে অভিযোগ অস্বীকার করে আসছেন।

মামলার অন্য আসামি চায়ের দোকানি মিরাজ জেলে রয়েছেন।