ফরিদপুরে আধিপত্যের বিরোধে সংঘর্ষ, নিহত ১

ফরিদপুরের সালথা উপজেলায় এলাকায় কর্তৃত্ব প্রতিষ্ঠার বিরোধে স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে এক যুবক প্রাণ হারিয়েছেন; আহত হয়েছেন অন্তত ১৫ জন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2017, 08:10 AM
Updated : 28 May 2017, 09:20 AM

রোববার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুর সমর্থকদের সঙ্গে একই এলাকার আওয়ামী লীগ নেতা হাফিজুল মাতুব্বর সমর্থকদের এ সংঘর্ষ হয় বলে নগরকান্দার সহকারী পুলিশ সুপার এফএম মহিউদ্দিন জানিয়েছেন।  

নিহত ছরো মাতবর (৩২) লক্ষণদিয়া গ্রামে স্বাধীন মাতবরের ছেলে এবং গট্টি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুর সমর্থক বলে পুলিশ জানিয়েছে।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এএসপি মহিউদ্দিন বলেন, “এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে লাভলু ও হাফিজুলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলচিল। এর জেরে সকালে দুই পক্ষের অনুসারীরা সংঘর্ষে জড়ায়।”

এ সময় পাঁচটি বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয় এবং চারটি ঘরে অগ্নিসংযোগ করা হয় বলে জানান তিনি।

তিনি বলেন, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে পাঠানো হয়।    

নতুন করে সহিংসতা এড়াতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।