শ্যামল কান্তির মুক্তি দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2017, 02:57 PM
Updated : 27 May 2017, 02:57 PM

শনিবার বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সংগঠনটির এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে কান ধরে উঠ-বস করানোর ঘটনায় সংবাদ শিরোনাম হওয়া নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে এক ঘুষের মামলায় গত বুধবার কারাগারে পাঠিয়েছে আদালত।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি গোপীনাথ দাস বলেন, শিক্ষক শ্যামল কান্তি যদি ঘুষ নিয়ে থাকেন তাহলে ঘুষ দেওয়ার অপরাধে শিক্ষিকা মোর্শেদা বেগমও অপরাধী।

২০১৪ সালে যদি ঘুষ নিয়ে থাকেন তাহলে পরে কেন শ্যামল কান্তির বিরুদ্ধে মামলা করা হলো? অবিলম্বে শ্যামল কান্তি ভক্তকে মুক্তি দেওয়া হোক।

মানববন্ধনে আর বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টোন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ দাস, মহানগরের সভাপতি আনন্দ সেরাওগী, প্রচার সম্পাদক কৃষ্ণ আচার্য ও হিন্দু মহাজোটের নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার মণ্ডল।