মাটি খুঁড়ে মিলল হাড়িভর্তি রৌপ্যমুদ্রা

গাজীপুরের কালিয়াকৈরে মাটি খুঁড়ে হাড়িভর্তি ১৩৭টি রৌপ্য মুদ্রা পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2017, 02:30 PM
Updated : 27 May 2017, 02:33 PM

শনিবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, বৃহস্পবিার কালিয়াকৈর বাজার এলাকার দীপংকর পালের সেপটিক ট্যাংকের সংস্কারের জন্য মাটি খোঁড়াখুঁড়ি চলছিল। এ সময় সেপটিক ট্যাংকের পাশে মাটি খুঁড়তে গিয়ে একটি মাটির হাড়ি ভেঙ্গে ধাতব মুদ্রাগুলো বেরিয়ে আসে।

যার ওজন ১৬০ ভরি বলে জানান তিনি।

মুদ্রাগুলো আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগে পাঠানো হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।  

কালিয়াকৈর থানার ওসি মো. আব্দুল মোতালেব মিয়া জানান, মুদ্রাগুলোর মধ্যে ১৮০৫, ১৮০১৬, ১৮৯৫ সালের মুদ্রা রয়েছে। এর মধ্যে ‘ইন্ডিয়া’ লেখা একটি ‘হাফ রুপি’ এবং ১৩৬টি ‘ওয়ান রুপি’ লেখা মোট ১৩৭টি রৌপ্য মুদ্রা রয়েছে।