বন্যায় ক্ষতিগ্রস্থদের কৃষিঋণ মওকুফের দাবি

বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকারি কৃষিঋণ মওকুফ ও এনজিওদের কিস্তি আদায় বন্ধের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2017, 01:05 PM
Updated : 27 May 2017, 01:05 PM

শনিবার শহরের আলফাত স্কয়ারে হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের এই কর্মসূচিতে সংস্কৃতিকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির লোক অংশ নেন।

সমাকেশে বক্তারা বলেন, সুনামগঞ্জে ক্ষতিগ্রস্থ কৃষকরা এখন না খেয়ে আছে, সরকার কৃষিঋণ স্থগিত করেছে কিন্তু মাফ করেনি, কৃষকরা এখন দিশেহারা। তাদের সকল কৃষিঋণ মওকুফ করতে হবে এবং এনজিওদের ঋণের কিস্তি আদায় বন্ধ রাখতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক বজলুর মজিদ চৌধুরী খসরু, যুগ্ম-আহ্বায়ক বিজন সেন রায়, সুজনের সভাপতি হোসেন তওফিক চৌধুরী ও  উদীচী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।