কালিয়াকৈরে শতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি ঘোষণা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি কারখানায় শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2017, 12:24 PM
Updated : 27 May 2017, 12:24 PM

শনিবার রতনপুর এলাকায় ‘করণী নীট কম্পোজিট লিমিটেড’ পোশাক কারখানা ফের একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয় বলে জানান কারখানাটির ডিজিএম (এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স) এস এম জিকরুল ইসলাম।

অসুস্থ শ্রমিকদের উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার দেওয়া হয়।

সফিপুর মর্ডাণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নুনুমং মারমা জানান, তীব্র গরম থেকে পানি স্বল্পতার কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ছেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছু শ্রমিকরা বাড়ি ফিরে গেছে।

শিল্পাঞ্চল পুলিশ ২ এর পরিদর্শক মো. শহীদুল ইসলাম জানান, শ্রমিকরা শনিবার সকালে কাজে যোগ দেন। ২৫-৩০ মিনিট কাজ করার পরই হঠাৎ চার শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

“এরপরই ধীরে ধীরে ওই কারখানার শ্রমিকদের বমি শুরু হয়, এক পর্যায় তারা জ্ঞান হারিয়ে ফেলেন। এক পর্যায়ে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে অন্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

“পরে কর্তৃপক্ষ শনিবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করেন।”

অসুস্থদের মধ্যে ওই কারখানার সুইং ও নীটিং সেকশনের নারী শ্রমিকই বেশি বলে জানান তিনি।

শিল্প পুলিশের এ কর্মকর্তা জানান, শ্রমিক অসুস্থ হয়ে পড়লে এর আগে বৃহস্পতিবার কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

অসুস্থ শ্রমিকদের অভিযোগ, কারখানার পানি ও স্যালাইন খেয়ে কয়েকদিন ধরে কারখানায় শ্রমিক অসুস্থ হচ্ছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ পানি পরীক্ষা করছেন না।

তাছাড়া সুইং সেকশনে বৈদ্যুতিক পাখা না থাকায় গরমেও অসুস্থ হয়ে পড়ছে বলে জানান তারা। 

কারখানার ডিজিএম বলেন, বৃহস্পতিবার স্যালাইন খেয়ে অসুস্থ হয়ে পড়ে বলে শ্রমিকরা অভিযোগ করে। কিন্তু শনিবার স্যালাইন না দিলেও অসুস্থ হয়ে পড়েছেন।

“একজনের দেখা দেখি অন্য শ্রমিকরা আতঙ্কিত হয়েও অসুস্থ হয়ে পড়ছেন।তবে কী কারণে এ অবস্থা হচ্ছে তা জানা নেই।”