সাভারে পোশাক কর্মীকে দলবেঁধে ‘ধর্ষণ’, ভিডিও ধারণ

ঢাকার সাভারের আশুলিয়ায় এক পোশাক কর্মীকে দলবেঁধে ধর্ষণের পর ভিডিওচিত্র ধারণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে র‌্যাব।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2017, 11:39 AM
Updated : 26 May 2017, 11:56 AM

নবীনগর র‌্যাব ক্যাম্পে শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ এর কোম্পানি অধিনায়ক মেজর আব্দুল হাকিম এ কথা জানান ।

আটককৃতরা হলেন- আশুলিয়ার ধনিয়া গ্রামের ফজল হকের ছেলে রিপন মাহমুদ (২৯), পূর্ব ধনিয়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে ঝন্টু মিয়া (৩২) ও মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার কইজুরি গ্রামের সক্কুর আলীর ছেলে মো. খোকন (৩০)।

মেয়েটি আশুলিয়ার নয়ারহাট এলাকার একটি বাড়িতে ভাড়া থকেন। তার বাড়ি গাজীপুরের কালিয়াকৈরে।

মেজর আব্দুল হাকিম বলেন, বৃহস্পতিবার ভোরে গাজিপুর যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় মেয়েটি।পথে ওই তিন ব্যক্তি তাকে জোর করে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়।

“পরে ধামরাইয়ের ঢুলিভিটা স্নোটেক্স গার্মেন্টসের পাশে একটি টিনসেড বাড়িতে নিয়ে গিয়ে তিনজন মিলে জোর করে মেয়েটিকে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।”

র‌্যাব কর্মকর্তা বলেন, ধর্ষণের কথা প্রকাশ না করতে এবং ২০ হাজার টাকা না দিলে ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ও হুমকি দেওয়া হয় মেয়েটিকে।

ওই দিন বিকালে মেয়েটি র‌্যাব ক্যাম্পে গিয়ে ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তিনটি মোবাইলফোনসহ তাদের আটক করা হয় বলে জানান তিনি।

আটককৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।