কুষ্টিয়ায় গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩১

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারের জেরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩১ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর ১০ জনকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2017, 07:52 AM
Updated : 26 May 2017, 09:40 AM

উপজেলার সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামে শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে দৌলতপুর থানার ওসি শাহা দারা খান জানান।

আহতদের দৌলতপুর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শাহা দারা জানান, প্রাগপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাইল হোসেনের সঙ্গে সাবেক সদস্য আবুল কালামের বিরোধ চলছিল।

এর জেরে সকালে দুপক্ষের অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে আশপাশের বাড়ি-ঘরে তারা ভাংচুর চালায় বলে জানান তিনি। 

ওসি বলেন, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩১ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েক রাউন্ড শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় জড়িত অভিযোগে উভয় পক্ষের অন্তত ১০ জনকে আটক করা হয়। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।