কক্সবাজারে ‘গোলাগুলি’তে নিহত ১

কক্সবাজারের মহেশখালীতে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধারের পর পুলিশ দাবি করেছে, দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন তিনি।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2017, 06:57 AM
Updated : 26 May 2017, 06:58 AM

নিহত এনামুল হক (৩৮) স্থানীয় একটি সন্ত্রাসী দলের সদস্য এবং তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হোয়ানক ইউনিয়নের পূর্ব হরিয়ারছড়া এলাকায় শুক্রবার ভোরে সংঘর্ষে মারা যান এনামুল।

নিহত ব্যক্তি ওই এলাকারই নুরুল হক ওরফে ভেক্কার ছেলে।

পুলিশের বক্তব্য অনুযায়ী, ‘আইয়ূব আলী’ ও ‘জোনাব আলী’র নেতৃত্বে স্থানীয় দুটি সন্ত্রাসী বাহিনী রয়েছে।

ওসি বলেন, কর্তৃত্ব প্রতিষ্ঠার বিরোধ থেকে দুই বাহিনীর গোলাগুলিতে আইয়ূব আলী দলের সদস্য এনামুল নিহত হন।

এনামুলের লাশ ছাড়াও তিনটি দেশি বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধারের কথা পুলিশ জানালেও কাউকে সংঘর্ষে লিপ্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

“গোলাগুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়,” বলেন ওসি।

এনামুলের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তার বিরুদ্ধে মামলাগুলো ডাকাতি, মৎস্য ঘের দখল, অপহরণ ও ছিনতাইসহ নানা  অভিযোগে বলে পুলিশ জানিয়েছে।