নওগাঁয় ধর্মান্তরিতকরণের অভিযোগ ওঁড়াওদের

নওগাঁয় ওঁড়াও সম্প্রদায়ের লোকজনকে ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2017, 02:50 PM
Updated : 25 May 2017, 02:50 PM

এর প্রতিবাদে বৃহস্পতিবার নওগাঁ শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছেন ওই সম্প্রদায়ের লোকজন।  

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, মোটা অংকের টাকা দিয়ে ও বিভিন্ন প্রলোভনে উত্তরাঞ্চলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষকে ধর্মান্তরিত করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বাংলাদেশ লুথারেন মিশন ফিন্নিশ’ (বিএলএএফ)।

তারা এ সংস্থার কার্যক্রম বন্ধের দাবি জানান।

মানববন্ধনে বিভিন্ন সমাজে বসবাসকারী ওঁড়াও সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেয়।

এতে ওঁড়াও জনগোষ্ঠীর নেতা বিমল ফালকো, শিরিশ ফালকো, দুলাল তিরকী প্রমুখ বক্তব্য দেন।

পরে তারা তিন দফা দাবিতে নওগাঁ জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।