হেফাজত নেতার মামলায় রাব্বির জামিন

ধর্মীয় অনুভূতিতে আঘাত, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে কটূক্তির অভিযোগ তুলে দায়ের করা মামলায় নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি জামিন পেয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2017, 10:41 AM
Updated : 25 May 2017, 10:41 AM

নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মেহেদী হাসান বৃহস্পতিবার জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

গত ১৯ এপ্রিল রাব্বির বিরুদ্ধে মামলা করেন নারায়ণগঞ্জ হেজাজতে ইসলামের সমন্বয়ক ফেরদাউসুর রহমান।

রাব্বির আইনজীবী মাহবুবুর রহমান মাসুম বলেন, রাব্বি ধর্মবিরোধী কোনো বক্তব্য দেননি। ধর্মীয় অনুভুতিতে আঘাত করেননি। রাষ্ট্রের মূলনীতি সম্পর্কে সাংবিধানিক যে বিষয়টা ছিল, মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে কী কী বিষয় সাংঘর্ষিক, সে বিষয় তুলে ধরে বক্তব্য দিয়েছেন।

“রফিউর রাব্বি আত্মসমর্পণ করে জামিন চাইলে দুই পক্ষের শুনানি শেষে বিচারক মেহেদী হাসান তার জামিন মঞ্জুর করেন।”

রাব্বি ২০ বছর আগে হজ পালন করেন জানিয়ে আইনজীবী মাহবুবুর বলেন, রাব্বি একজন সন্তানহারা বাবা।

“চার বছর আগে তার ছেলে ত্বকীকে হত্যা করা হয়। ত্বকী হত্যার বিচার দাবিতে আন্দোলন-সংগ্রাম করার কারণে রাব্বির বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জের গডফাদাররা নেপথ্যে থেকে এসব কাজ করে যাচ্ছে।”

তিনি সাংবাদিকদের বলেন, “আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ত্বকী হত্যার বিচার চাওয়া থেকে বিরত রাখতেই এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।”