ফরিদপুরে বিএনপির কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড 

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘সমাবেশে অনুমতি না দেওয়ার’ প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে দলটির প্রতিবাদ সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2017, 08:34 AM
Updated : 25 May 2017, 08:41 AM

শহরের কোর্টপাড়ার স্বাধীনতা চত্বরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। কিন্তু মাঝপথে পুলিশ এসে তাদের চলে যেতে বললে বাকবিতণ্ডা হয়।

পরে বিএনপি নেতাকর্মীরা সমাবেশ করতে না পেরে ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার সময় পাঁচজনকে আটক করে পুলিশ।

এরা হলেন- জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন খান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক লিটন বিশ্বাস এবং জেলা ছাত্রদলের কর্মী রুহল আমিন, আরিফুল ইসলাম ও আলমগীর হোসেন রাজু।

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মো. মনির হোসেন বলেন, “অনুমতি ছাড়া বিএনপি নেতাকর্মীরা সমাবেশ করায় পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।”

অন্যদিকে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার হোসেন জুয়েল বলেন, “এটা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। পুলিশ সমাবেশ চলাকালে বাধা দেয়। আমারা বের হয়ে যাওয়ার সময় পুলিশ পাঁচজনকে আটক করে।”

গত ২০ মে সকালে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এর প্রতিবাদে ২৪ মে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েও না পেয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার সারাদেশে জেলা সদর ও মহানগরে বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।

ফরিদপুর বিএনপির নেতা জুয়েল বলেন, “কেন্দ্রঘোষিত কর্মসূচিতে সাধারণত পুলিশের অনুমতি লাগে না। তাই কোনো আবেদন করা হয়নি।”

সকালে প্রতিবাদ সমাবেশ শুরুর পর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোদাররেছ আলী ইছার, জেলা বিএনপির নেতা দেলোয়ার হোসেন দিলা ও স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান বক্তব্য রাখেন।  এর পরপরই পুলিশের বাধায় সভা পণ্ড হয়ে যায়।